আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৫০

এতে হাজার হাজার গৃহপালিত পশু মারা গেছে
বিজ্ঞাপন
মধ্য আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশ হড়কা বান-ভূমিধসে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৮ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বেশ কিছুদিন ধরেই দেশেটিতে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যার দেখা দিয়েছে। এতে হাজার হাজার গৃহপালিত পশু মারা গেছে। শত শত হেক্টর কৃষি জমি, সেতু ও দোকান পানির নিচে তলিয়ে গেছে। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
ভয়াবহ এই বন্যায় কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন। আর নিখোঁজদের উদ্ধারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, গত সপ্তাহে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফগানিস্তানে অন্তত ৩১৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশ ঝুঁকিপূর্ণ একটি দেশ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের জন্য আফগানিস্তানকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করে থাকে।
এমএল/