২০২৪ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন মাশরাফি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২০শে মে ২০২৪


২০২৪ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন মাশরাফি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর বসবে আগামী ২ জুন। বিশ্বকাপ মিশনের উদ্দেশে ইতো মধ্যে দেশ ছেড়েছে সাকিব-শান্তরা। বর্তমানে বাংলাদেশ দল অবস্থান করছে যুক্তরাষ্ট্রের হাউস্টনে। মেগা আসরে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে যা জানা গেল


সোমবার (২০মে) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে জবাবে মাশরাফি বলেন, 'আশা তো অবশ্যই ভালো কিছু করবে।'


বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা এখনও দেখেননি মাশরাফি। তবে দল হিসেবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন মাশরাফি, '(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।'


আরও পড়ুন: মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামের রহস্য জানালেন নিজেই


সাকিবকে প্রসঙ্গে মাশরাফি বলেন, 'সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই। সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফরম্যান্স আশা করব।'


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।


জেবি/আজুবা