সদরপুর চরনাছিরপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ২০শে মে ২০২৪


সদরপুর চরনাছিরপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার ৪নং চরনাছিরপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 


সোমবার (২০মে) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলর“মে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের এ বাজেট ঘোষণা করা হয়।


এ সময় চরনাছিরপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ রোকন উদ্দীন মোল্যার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউ’পি সচিব আনন্দ কুমার বনিক।


আরও পড়ুন: গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


এতে মোট আয় ধরা হয়েছে ২কোটি ৩লক্ষ ৫০ হাজার ৬১৮টাকা । আর ব্যয় ধরা হয়েছে ২কোটি ৫০ হাজার ৬১৮ টাকা। আয়-ব্যয় শেষে সম্ভাব্য ৩লক্ষ টাকা উদ্ধৃত্ত ধরা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন ইউ’পি সদস্য আ. জব্বার মাতুব্বর, মো. সহিদুল ইসলাম, আজমাদ খান মস্তফা, রাহাতুজজআমান,  মোঃ ইলিয়াছ কাড়াল, মো. মোকাদ্দছ আলী খান, আ. কুদ্দুস মোল্যা, মো. চুন্নু মোল্লা, মো. জাহাঙ্গীর গাজী, মহিলা ইউপি সদস্য হাসি, রুবিয়া আক্তার, আলাতন নেছা, উদ্যোক্তা মো. সাব্বির হাসান। এছাড়াও  চরনাছিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এমএল/