মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ব্রিফিং প্রদান করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম
বিজ্ঞাপন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) উক্ত ব্রিফিং এ ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ ও অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল মো. কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম সহ মুকসুদপুর থানা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্স ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএল/