কারাগারে জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ে আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কারাগারে জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ে আজ

দীর্ঘদিনের পার্টনার স্টেলা মরিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি আছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানেই বুধবার (২৩ মার্চ) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। খবর রয়টার্স’র।
বিয়েতে মাত্র চারজন অতিথিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জন সাক্ষী ও দুই জন নিরাপত্তাকর্মী।

সম্প্রতি বিয়ের জন্য অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেন ৫০ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জ। অন্যান্য বন্দিদের মতো তার আবেদনটিও বিবেচনা করে কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন তারা।

যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩ অনুযায়ী, যে কোনো বন্দি কারাগারে থাকা অবস্থাতেই বিয়ের জন্য আবেদন করতে পারেন এবং সেই আবেদন মন্জুর হলে নিজেদের খরচ মিটিয়ে বিয়ে সম্পন্ন করতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের দায়ে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায় মার্কিন কর্তৃপক্ষ। গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলাও হয় তার বিরুদ্ধে। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। এরপর ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ।

২০১১ সালে অ্যাসাঞ্জের আইনজীবী টিমে যোগ দিলে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা হয় স্টেলার। এরপর ২০১৫ থেকে তাদের ভেতর সম্পর্ক শুরু হয়। অ্যাসাঞ্জ ইকুয়েডরের দূতাবাসে থাকাকালীনই তাদের দুটি সন্তান হয়।

কারাগারে আজ বিয়ের আনুষ্ঠানিকতায় জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের ডিজাইন করা পোশাক পরবেন অ্যাসাঞ্জ-স্টেলা দুজনই। অ্যাসাঞ্জের বাবা ও পূর্বপুরুষ ছিলেন স্কটল্যান্ডের, তাই সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাকেই দেখা যাবে অ্যাসাঞ্জকে।

ওআ/