দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪


দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  


বৃহস্পতিবার (৩০ মে)  দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পটুয়াখালীর কলাপাড়া আসেন তিনি।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করছি: প্রধানমন্ত্রী


জেলার কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণের আগে ভূমির কাছাকাছি থেকে দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়ীয়া ও পাথরঘাটা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।  


অপরে তিনি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে আসেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি এখানে তিনি দুর্গত জনগণের সঙ্গে কথা বলবেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।  


আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে কবে, জানাল মন্ত্রণালয়


এছাড়া ত্রাণ বিতরণ শেষে শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।  


এরপর তিনি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।  


সরকারপ্রধান ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেবেন।  


জেবি/এসবি