ইরান সীমান্ত রক্ষাবাহিনীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪


ইরান সীমান্ত রক্ষাবাহিনীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত
ছবি: সংগৃহীত

আবারও উত্তেজনা ছড়াল ইরান ও পাকিস্তান সীমান্তে। পাকিস্তানীদের বহন করা একটি গাড়িতে ইরানের সীমান্ত রক্ষাবাহিনীর গুলিতে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৩০ মে) পাকিস্তানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।


বুধবার (২৯ মে) পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের মাসকেল গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।  রাজ্য সরকার প্রশাসনিক কর্মকর্তা সাহেবজাদা আসফান্ড বলেন, “ইরানের সীমান্ত রক্ষাবাহনী কী কারণে ওই গাড়িতে গুলি চালিয়ে তা জানা যায়নি।”


আরও পড়ুন: ভিসা থাকলেও হজ মৌসুমে যারা মক্কায় প্রবেশ করতে পারবে না


স্থানীয় পুলিশ জানায়, নিহত চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 


আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স!


দুই দেশের নিরাপত্তাবাহিনী এই অঞ্চলে চোরাচালান এবং অন্যান্য অপরাধের জন্য প্রায়ই অপারেশন পরিচালনা করে। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে জঙ্গি আস্তানায় অভিযান চালায় এতে নয়জন নিহত হয়। ইরানও পাকিস্তান সীমান্তে প্রায় এ ধরনের অভিযান পরিচালনা করে।


জেবি/এসবি