Logo

ভিসা থাকলেও হজ মৌসুমে যারা মক্কায় প্রবেশ করতে পারবে না

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৪, ০৬:৩৫
51Shares
ভিসা থাকলেও হজ মৌসুমে যারা মক্কায় প্রবেশ করতে পারবে না
ছবি: সংগৃহীত

বুধবার (২৯ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।

বিজ্ঞাপন

ভিসা থাকলেও হজ মৌসুমে হজযাত্রী ব্যতীত অপরদের জন্য মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব প্রশাসন।

বুধবার (২৯ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ভিসা থাকা সত্ত্বেও হজযাত্রী ব্যতীত অপর কেউ হজ মৌসুম তথা ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবে না। কেউ এই আইন লঙ্ঘন করলে তাকে জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছে ওই বিবৃতিতে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, পর্যটন বা কাজের ভিসায় যারা সৌদিতে রয়েছেন তাদের কেউ হজ মৌসুমে সেখানে প্রবেশ করতে পারবেন না। হজ যাত্রীদের সুবিধার্থে এই নীতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া যাত্রা এখন হজের ভিসা ব্যতীত অন্য ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকেও উল্লেখিত সময়ের মধ্যে মক্কায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। 

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সৌদি আরবের আইন অনুযায়ী ভ্রমণকারীকে জরিমানা গুনতে হবে। এছাড়া মক্কা ছাড়া সৌদির অন্যান্য স্থানের নাগরিকদের ক্ষেত্রে ২ থেকে ২০ জুন পর্যন্ত এই আইন প্রযোজ্য হবে বলে সতর্ক করা হয়েছে। সূত্র: আরব নিউ

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD