শনিবার ভিটামিন-এ ক্যাপসুল পাবে ২ কোটি শিশু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪


শনিবার ভিটামিন-এ ক্যাপসুল পাবে ২ কোটি শিশু
ফাইল ছবি

দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২২ লাখ শিশুদের আগামী শনিবার (১ জুন) ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।


বৃহস্পতিবার (৩০ মে)  রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।


আরও পড়ুন: এমপি আনার হত্যার যৌথ তদন্ত সফল: ডিবি প্রধান


তিনি বলেন, “এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।”


আরও পড়ুন: মন্ত্রী-এমপির লোক বলে যেন কেউ পার না পায়: কাদের


তবে ঘূর্ণিঝড় রিমাল আঘাত করা ১ হাজার ২২৪ কেন্দ্রে এলাকায় এই কর্মসূচি পরে পালন করা হবে।

 

জেবি/এসবি