শনিবার ভিটামিন-এ ক্যাপসুল পাবে ২ কোটি শিশু

ই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯
বিজ্ঞাপন
দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২২ লাখ শিশুদের আগামী শনিবার (১ জুন) ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, “এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।”
বিজ্ঞাপন
তবে ঘূর্ণিঝড় রিমাল আঘাত করা ১ হাজার ২২৪ কেন্দ্রে এলাকায় এই কর্মসূচি পরে পালন করা হবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি