নড়াইলে ৯৭ হাজার ৬৮০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪


নড়াইলে ৯৭ হাজার ৬৮০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
ছবি: প্রতিনিধি

নড়াইল জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭ হাজার ৬৮০ জন শিশুকে ১ টি করে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 


বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টায় সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।ৎ


সভায় জানানো হয়, শনিবার (১ জুন) এ ক্যাম্পেইনে নড়াইল জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭ হাজার ৬৮০ জন শিশুকে ১ টি করে  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।


আরও পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক


এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯২৩ জন শিশুকে ১টি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭৫৭ জন শিশুকে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশীষ বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এমএল/