Logo

দলে নতুন মুখ রেখে বিশ্বকাপ বাছায়ের দল ঘোষণা করল বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৪, ০৬:৫১
35Shares
দলে নতুন মুখ রেখে বিশ্বকাপ বাছায়ের দল ঘোষণা করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ মে) দলটি ঘোষণা করেন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন মুখ মোহামেডানের গোলকিপার সুজন হোসেন।

বিজ্ঞাপন

গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে  জামাল ভূঁইয়ারা সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করতে গিয়েছিল। সেই অনুশীলন ক্যাম্পের আগে ৩০ জনের প্রাথমিক দলে ছিলেন রাব্বি হোসেন রাহুল ও শাহ কাজেম কিরমানি। কিন্তু ক্যাম্প শেষে কাবরেরা দল যখন ২৩ জনে নামিয়ে আনেন, ছিলেন না রাব্বি ও কিরমানি।

বিজ্ঞাপন

সৌদি আরবে অনুশীলন ক্যাম্প শেষে ২৩ জনের দল থেকে বাদ পড়েছেন ৬ জন। তারা হলেন, গোলকিপার আনিসুর রহমান, ফয়সাল আহমেদ ফাহিম, হাসান মুরাদ, জায়েদ আহমেদ, আরমান ফয়সাল ও সুমন রেজা। চোট কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরছালিন ও তারিক কাজী। এ ছাড়াও অনেক দিন পর দলে ফিরেছেন সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ ও মেহেদী হাসান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৬ জনের বাংলাদেশ দল

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান, সুজন হোসেন।

বিজ্ঞাপন

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবুর রহমান, জামাল ভূঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি।

ফরোয়ার্ড: শেখ মোরছালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD