Logo

ছিটকে গেলেন এডারসন, ব্রাজিলের কোপা স্কোয়াডে চার নতুন মুখ

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৪, ০৫:১৭
41Shares
ছিটকে গেলেন এডারসন, ব্রাজিলের কোপা স্কোয়াডে চার নতুন মুখ
ছবি: সংগৃহীত

এডারসন ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন

বিজ্ঞাপন

কোপা আমেরিকার এবারের আসর বসবে আগামী মাসেই। এবারের আসর শুরু হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। সেই টুর্নামেন্টকে সামনে রেখে এরইমধ্যে পাকাপোক্ত দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে, যাত্রা শুরুর পূর্বেই ভক্তদের জন্য দুঃসংবাদ, ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এডারসন। এই তারকা ফুটবলারকে হারানোর পাশাপাশি স্কোয়াডে আরও কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়েছে সেলেসাওরা।

জানা যায়, এডারসন ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন। গোল রক্ষা করতে গিয়ে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরার সঙ্গে সংঘর্ষ হয় তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে চোখে আঘাতপ্রাপ্ত হন এই ব্রাজিলিয়ান। যার ফলে তিনি প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি। জানা গেছে, সামনে সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল ম্যাচটিও খেলা হবে না এই তারকার।

এডারসনের পরিবর্তে গোলরক্ষক হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন রাফায়েল। এখনও পযর্ন্ত  ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার সুযোগ হয়নি সাওপাওলোর এই গোলরক্ষকের। এছাড়া ২৬ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার গ্লেসন ব্রেমারকে যুক্ত করেছেন দরিভাল। এছাড়া মিডফিল্ডার হিসেবে আটলান্টায় খেলা এডারসন এবং ফরোয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লাতিন জায়ান্ট ব্রাজিল। সেই দলে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে রাখা হয়নি। এবারের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকবে- কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD