তাপপ্রবাহে পুড়ছে ভারত, ১৮ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪


তাপপ্রবাহে পুড়ছে ভারত, ১৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরেই বিহারে তাপপ্রবাহ বেড়েই চলেছে। এই অঞ্চলের গড় তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪৭-৪৮ ডিগ্রিতে। প্রশাসন জানিয়েছে, গরমে নির্বাচনের কাজ করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় বিহারে ৮ জন ভোটকর্মী-সহ সর্বমোট ১৮ জনের মৃ্ত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় তীব্র গরমের বলি হয়েছেন ১৮ জন।


শুক্রবার (৩১ মে) বিকেলে আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিৎ করেছে।


নিহতদের মধ্যে ১১ জন রোহতাস এবং ছয়জন ভোজপুর জেলার বাসিন্দা। এরমধ্যে ভোটকর্মী ছিলেন আট জন।


আরও পড়ুন: ভারতের ইতিহাসে সর্বোচ্চ ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা


তীব্র গরমের কারণে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, কোচিং সেন্টার আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিহারের রাজ্য সরকার।


এদিকে, চলতি মৌসুমে বুধবার (২৯ মে) দিল্লিতে সর্বোচ্চ ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। শুধু দিল্লি নয়, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষও গরমের কারণে অতিষ্ঠ।


এমএল/