বাউফলে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ৩১শে মে ২০২৪

কৃষকের জীবনমান উন্নয়নে ঢাকা ব্যাংকের উদ্যোগে পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামে, সেবা সংঘ কৃষক সমিতির কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
শুক্রবার (৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেবা সংঘ কৃষক সমিতির আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৬২ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১টি ট্রাক্টর, মই ও ধান মড়াই যন্ত্র হারভেস্টার। সেবা সংঘ কৃষক সমিতির সভাপতি ডা. মো. সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ এনামুল হক, প্রাণিসম্পদ বিভাগের সাবেক ডেপুটি ডাইরেক্টর ডা. মাজেদা আক্তার, সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, সেবা সংঘ কৃষক সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সোহেল, মোঃ মাসুদ রানা, আবু তাহের রিপন, মোঃ জিয়াউল হক, সমাজসেবক মোঃ আনিসুর রহমান প্রমূখ।
কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণে এলাকার কৃষকের জীবনমানের আমূল পরিবর্তন আসবে,এবং উন্নত মানের কৃষি যন্ত্রপাতি পেয়ে এ অঞ্চলের কৃষকেের মূখে হাসি ফুটে উঠেছে।
/এসডি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
