অবশেষে ভাঙল মোদির ধ্যান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ১লা জুন ২০২৪


অবশেষে ভাঙল মোদির ধ্যান
ছবি: সংগৃহীত

অবশেষে প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্যান ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


শনিবার (১ জুন) দুপুরে তিনি ধ্যানের স্থান বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন। 


এদিন ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। 


আরও পড়ুন: প্রেমিকা খুঁজতে পুলিশের কাছে যুবকের আবেদন


এর আগে বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারির বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদি। সেই ধ্যান আজ শনিবার দুপুর পর্যন্ত চলে। এই দুই দিন মৌনব্রত পালন করেন মোদি। এসময় তিনি শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। 


গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি গিয়েছিলেন কেদারনাথে। এবার ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।


আরও পড়ুন: আফগানিস্তানে নৌকা ডুবে প্রাণ গেল ২০ জনের


ভারতের বিরোধী দলগুলোর দাবি করছে, নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই তিনি এই ধ্যানে বসেছেন। তারা আদর্শ নির্বাচনি আচরণ বিধি (এমসিসি) ভঙ্গ হচ্ছে দাবি করে মোদির ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার দাবিও জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে।


জেবি/এসবি