Logo

অবশেষে ভাঙল মোদির ধ্যান

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ০৬:৩৩
57Shares
অবশেষে ভাঙল মোদির ধ্যান
ছবি: সংগৃহীত

শনিবার (১ জুন) দুপুরে তিনি ধ্যানের স্থান বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন।

বিজ্ঞাপন

অবশেষে প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্যান ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (১ জুন) দুপুরে তিনি ধ্যানের স্থান বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন। 

বিজ্ঞাপন

এদিন ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। 

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারির বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদি। সেই ধ্যান আজ শনিবার দুপুর পর্যন্ত চলে। এই দুই দিন মৌনব্রত পালন করেন মোদি। এসময় তিনি শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। 

বিজ্ঞাপন

গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি গিয়েছিলেন কেদারনাথে। এবার ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।

বিজ্ঞাপন

ভারতের বিরোধী দলগুলোর দাবি করছে, নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই তিনি এই ধ্যানে বসেছেন। তারা আদর্শ নির্বাচনি আচরণ বিধি (এমসিসি) ভঙ্গ হচ্ছে দাবি করে মোদির ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার দাবিও জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD