ভক্তদের জন্য হলেও ম্যাচ জেতা উচিত বাংলাদেশের: আকাশ চোপড়া


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ১লা জুন ২০২৪


ভক্তদের জন্য হলেও ম্যাচ জেতা উচিত বাংলাদেশের: আকাশ চোপড়া
ছবি: সংগৃহীত

রাত পোহালেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রতিটি বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তবে দিনশেষে প্রাপ্তির খাতা শূন্য। পরিসংখ্যান বলছে, শুরু থেকে ২০২১ সাল পর্যন্ত মাত্র একটি শিরোপা জিতেছে । ২০০৭ বিশ্বকাপের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলকে হারাতে পারেনি বাংলাদেশ।

  

এবার বাংলাদেশকে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তুলনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এবার বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর নেতৃত্বে এবার কেমন খেলবে বাংলাদেশ, তা জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। 


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল দলের স্কোয়াড দেখে নিন


টাইগারদের দলে ব্যাটিংয়ে দক্ষতার অভাব দেখছেন সাবেক এই ভারতীয়। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানান, ‘ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার অভাব আছে, কারণ দলে খুব বেশি সিনিয়র নেই। এটা অনেক সময় আপনার পক্ষে আসতে পারে আবার বিপক্ষেও যেতে পারে। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সরিয়ে দেয়া হয়েছে দেখা যাক, তরুণ ক্রিকেটাররা কতটা ভালো করে।’


তিনি মনে করেন, সমর্থকদের জন্য হলেও বাংলাদেশ দলের ম্যাচ জেতা উচিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশের সঙ্গে বেঙ্গালুরুর তুলনা করে এই ভারতীয়  বলেন, ‘বাংলাদেশের এখন জিততে শুরু করা উচিত, অন্তত ভক্তদের জন্য জেতা উচিত। তাদের যে প্যাশন তা বলার বাইরে। এমন প্যাশন আর কেবল বেঙ্গালুরুর ভক্তদের আছে। বেঙ্গালুরুও ট্রফি জিতে না বাংলাদেশও বড় ট্রফি জিতে না। দয়া করে, এবার ভক্তদের জন্য করুন। বাংলা টাইগার্স কিছু তো একটা ভালো করো।’


আরও পড়ুন: আরও একটা বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান


ভারতের সাবেক এই ওপেনার বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ কি সামনে যেতে পারবে? আমি আসলে বলতে পারছি না। গ্রুপ অব ডেথে থাকায় সুপার এইটে উঠতে পারবে কিনা সেটাও বলা যাচ্ছে না। ওরা মোস্তাফিজুরকে ডেকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে, সেখানে ও ভালো করতে পারেনি। তবে আমি শুভ কামনা জানাই।’


শান্তর অধীনে বাংলাদেশ বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত গ্রুপ ‘ডি’তে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ তারিখের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।  


জেবি/আজুবা