থাইল্যান্ডকে উড়িয়ে কাবাডির ফাইনালে বাংলাদেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২রা জুন ২০২৪


থাইল্যান্ডকে উড়িয়ে কাবাডির ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এবারের বঙ্গবন্ধু কাপ কাবাডিতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। সেমিতেও বাংলাদেশের সেই ভয়ঙ্কর রূপ দেখা গেছে। থাইল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ।


রবিবার (২ জুন) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ৩টি লোনাসহ ৪১-১৮ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। ম্যাচে বাংলাদেশের হয়ে ১১ পয়েন্ট তুলে এনেছেন তারকা এই রেইডার।  


দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সঙ্গে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি থাইল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে তৃতীয় লোনা পয়েন্ট জিতে নেয় বাংলাদেশ। তখন ৩৪-১২ পয়েন্ট এগিয়ে ছিল আরদুজ্জামানের দল।  


আরও পড়ুন: দলে নতুন মুখ রেখে বিশ্বকাপ বাছায়ের দল ঘোষণা করল বাংলাদেশ

 

গত দুই আসরেও সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে থাইল্যান্ড। এবার পার্থক্য ছিল শুধু ভেন্যুতে। গতবারের টুর্নামেন্টে পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্ট ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

 

সোমবার (৩ জুন) বঙ্গবন্ধু কাপ কাবাডির এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল ও কেনিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচের বিজয়ী দল।


জেবি/আজুবা