Logo

পাবনার আদর্শ গার্লস হাই স্কুলের নব নির্মিত মিলনায়তনের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৪, ২৪:৪৭
58Shares
পাবনার আদর্শ গার্লস হাই স্কুলের নব নির্মিত মিলনায়তনের উদ্বোধন
ছবি: সংগৃহীত

পরে নব নির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা

বিজ্ঞাপন

পাবনায় আদর্শ গার্লস হাই স্কুলে নব নির্মিত মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার(৩ জুন) দুপুরে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।পরে নব নির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বিজ্ঞাপন

সভায়  আদর্শ গার্লস হাই স্কুল এর  ম্যানেজিং কমিটির সভাপতি এস.মুস্তাকিম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্য কালে তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আজ নারীরাও বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্থানে নেতৃত্ব দিচ্ছে। এ সব সম্ভব হয়েছে সরকারের নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি যার অন্যতম হচ্ছে শিক্ষা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন,বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও সফলতার হার বাড়ায় কর্মক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে সমানভাবে অংশীদার হতে পারছে নারী ও পুরুষ। পাশাপাশি পারিবার বা কর্মক্ষেত্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই সংশ্লিষ্ট হওয়াই সমাজে নারীর প্রতি বৈষম্য কমছে। দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে নারীর অবদান অনস্বীকার্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ওহিদুর  রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  আদর্শ গার্লস হাই স্কুল এর সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, আরএম একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন,বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD