লালমনিরহাটে ভোক্তা অধিকারের অভিযান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪


লালমনিরহাটে ভোক্তা অধিকারের অভিযান
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদরে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চালিয়ে হকার্স মার্কেটের হকার্স মার্কেট আইরিন স্টোরকে- ১০,০০০/- মনি ভান্ডারকে- ১,৫০০/-ফারুক স্টোরকে- ১,০০০/- এবং সদরের রেল বাজার এলাকায় ভুট্টাচটপটিকে- ১,০০০/- নান্না বিরিয়ানিকে- ৩,০০০/- টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।


সোমবার (৩  জুন) এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।


আরও পড়ুন: কুড়িগ্রামে দাফনের ৩ ঘন্টা পর লাশ চুরি, উদ্ধার করল পুলিশ


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা ও নিরাপদ খাদ্য অফিসার মো. ফজলুল হকের নেতৃত্বে ও লালমনিরহাট জেলা আনসার বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। 


এ সময় তিনি সাংবাদিকদের জানান ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা করা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা ও আসন্ন ঈদকে সামনে রেখে মূল্য স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে অভিযান চলমান থাকবে। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করা, হোটেলে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করা এবং অধিক মূল্যে পন্য বিক্রয় না করার জন্য পরামর্শ প্রদান করে ভোক্তা অধিকার।


এমএল/