সৌদিতে এ পর্যন্ত প্রাণ গেল ১০ বাংলাদেশি হজযাত্রীর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪


সৌদিতে এ পর্যন্ত প্রাণ গেল ১০ বাংলাদেশি হজযাত্রীর
ফাইল ছবি

এবারের মৌসুমে সৌদিতে এ পর্যন্ত মোট ১০ জন হজযাত্রীর প্রাণহানি হয়েছে।  


মঙ্গলবার (৪ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে।


মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে সবাই পুরুষ হজযাত্রী। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মৃত্যু হয়।  

মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সৌদিতে ৫৮ হাজার ১২১ জন হজযাত্রী পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩৭৪ জন।  


আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন সাড়ে ৫৬ হাজার হজযাত্রী


এখন পর্যন্ত মোট ১৪৯টি ফ্লাইট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।


আরও পড়ুন: হজের নতুন আইন অমান্য করলেই শাস্তি


উল্লেখ্য,  চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে ও শেষ ফ্লাইট ১০ জুন।  


হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই। 


জেবি/এসবি