অভিযোগ জানাতে পারবেন মাল‌য়ে‌শিয়ায় যে‌তে না পারা কর্মীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪


অভিযোগ জানাতে পারবেন মাল‌য়ে‌শিয়ায় যে‌তে না পারা কর্মীরা
ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে মাল‌য়ে‌শিয়ায় যে‌তে না পারা কর্মীরা চাইলে আগামী ৮ জুনের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬ সদস্য বিশিষ্ট কমিটির কাছে ই-মেইলে অভিযোগ জানাতে পারবেন।


মঙ্গলবার (৪ জুন) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


এতে বলা হয়, “প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইটি’র স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে (৩১ মে) মালয়েশিয়াতে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”


আরও পড়ুন: মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়ে তদন্ত কমিটি


বিজ্ঞপ্তিতে বলা হয়,  মালয়েশিয়া গমনেচ্ছু যেসব কর্মী নির্ধারিত সময়ে দেশটিতে যেতে পারেনি, তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদিসহ (নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটি'র স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণকসহ) enquiry.committee.malaysia@gmail.com ঠিকানায় অভিযোগ দাখিল করতে পারবেন।


আরও পড়ুন: মালয়েশিয়াগামী ৩০ হাজার কর্মীর স্বপ্নভঙ্গ, যা জানালেন রাষ্ট্রদূত


এর আগে এক প্রেস কনফারেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছিলেনন, ৩১ তারিখ শেষ সময়ের পর বিএমইটি ক্লিয়ারেন্স থাকার পরও ১৬৯৭০ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এই অবস্থায় আমরা ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তারা ৭ দিনের ভেতর প্রতিবেদন জমা দেবে। আমরা কোনো সিন্ডিকেটে বিশ্বাস করি না। তদন্ত কমিটি দোষী সাব্যস্ত করলে ব্যবস্থা নেওয়া হবে।


জেবি/এসবি