চোট পাওয়া তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষদিকে চোটে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াসা। তবে তাসকিনকে নিয়ে সুখবর দিলেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম।
সোমবার (৪ জুন) সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাঁকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’
আরও পড়ুন: উগান্ডাকে বিধ্বস্ত করে বিশ্বকাপে শুভসূচনা আফগানদের
তিনি আরও জানান, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।'
সবশেষ পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ডান হাতি এ পেসার। নামতে পারেননি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। তবে এরইমাঝে ২৮ মে ডালাসে জাতীয় দলের প্র্যাকটিস সেশনে বোলিং শুরু করেছিলেন তিনি।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কোন দল কত পাবে?
সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে। প্রত্যাশিত সময় অনুযায়ী নিজের ২৪ দিনের মধ্যে রিহ্যাব শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই পেসার। লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই তার। বিশ্বকাপ মিশনে বাংলাদেশের যাত্রা শুরু জুনের ৮ তারিখ।
জেবি/আজুবা