পুরো দলকে চাঙা করে রাখেন রিয়াদ ভাই: শরিফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের আগামী ৮ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।
বাংলাদেশের বিশ্বকাপ উপলক্ষ্যে ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। মঙ্গলবার (৪ জুন) বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বিশ্বকাপ খেলার অনুভূতি নিয়ে, দলের বাকিদের সাথে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন পেসার শরিফুল ইসলাম। সেখানেই জানিয়েছেন, মাহমুদউল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।
আরও পড়ুন: বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেও যত টাকা পাবে বাংলাদেশ
মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে শরিফুল বলেন, 'দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙা করে রাখে।'
আরও পড়ুন: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সৌম্য
বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শরিফুল জানান, 'প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপ থেকে ভালো করা। সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব।'
জেবি/আজুবা