বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেও যত টাকা পাবে বাংলাদেশ

যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি।
বিজ্ঞাপন
২ জুন শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতোমধ্যে স্বল্প আসরের এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। গতবারের তুলনায় দল সংখ্যা বাড়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতেও এসেছে বড় চমক। রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই মেগাআসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো দল যদি একটি ম্যাচও জিততে না পারে তাহলেও মোটা অঙ্কের টাকা পাবে।
বিজ্ঞাপন
এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতকে আটকাতে যে পরিকল্পনায় বাবর
চলমান এই বিশ্বকাপে দুর্ভাগ্যবশত বাংলাদেশ যদি কোনো ম্যাচ জিততে নাও পারে তাহলেও বড় অঙ্কের অর্থ পাবে টাইগাররা। আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২ লাখ ২৫ হাজার ডলার করে পাবে। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা।
বিজ্ঞাপন
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন ডলার গুনতে হবে দলগুলোকে পুরস্কৃত করতে। যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি। গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি।
বিজ্ঞাপন
জেবি/আজুবা








