র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নিলেন হারুন অর রশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যবা) ১০ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
বুধাবার (৫ সকালে র্যাব সদর দপ্তরে পৌঁছালে নতুন মহাপরিচালককে স্বাগক জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহবুর আলম ও অতিরিক্ত মবাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।
আরও পড়ুন: র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এরপরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
আরও পড়ুন: র্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ
পাশাপাশি এদিন দুপুর সোয়া ১২টায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। এদিন দুপুর ২টায় র্যাব মহাপরিচালক গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সব দেনা শোধ, নভেম্বর পর্যন্ত সারের কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

বিশ্বে চতুর্থ দূষিত শহর এখন ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যু পাবে বিশেষ গুরুত্ব
