সব দেনা শোধ, নভেম্বর পর্যন্ত সারের কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


সব দেনা শোধ, নভেম্বর পর্যন্ত সারের কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
ফাইল ছবি।

দেশে চলতি বছরের নভেম্বর পর্যন্ত সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সার আমদানির সব দেনা পরিশোধ করেছে, ফলে বর্তমানে বাংলাদেশ কারও কাছে সারের জন্য দেনাদার নয়।


আরও পড়ুন: বিশ্বে চতুর্থ দূষিত শহর এখন ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর


সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন,বর্তমানে যে পরিমাণ সার মজুত রয়েছে, তাতে আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশে কোনো সঙ্কট হবে না। সরকার দায়িত্ব নেওয়ার পরই সব দেনা পরিশোধ করেছে। এখন আমাদের কোনো দেনা নেই।


তিনি আরও বলেন, যারা লাইসেন্স নিয়ে ঝামেলা করেছে, তাদের বাদ দিয়ে নতুনভাবে লাইসেন্স দেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা মেনে চলা হবে। প্রকৃত ডিলারদেরই ডিলারশিপ দেওয়া হবে, সেটি নিশ্চিত করা হচ্ছে। সারের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের কাজ চলছে।


আরও পড়ুন: ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যু পাবে বিশেষ গুরুত্ব


কৃষিপণ্যের সংরক্ষণ সুবিধা নিয়ে তিনি বলেন, সারাদেশে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ চলছে। আগামী মৌসুমের আগেই এগুলো চালু হতে পারে।’ তিনি আরও জানান, যন্ত্রপাতি কেনায় দুর্নীতি ঠেকাতে সব কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।


আলুর বাজার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কৃষক যেন ন্যায্য দাম পান, সে জন্য সরকার ওএমএসের মাধ্যমে আলু বিতরণের চিন্তা করছে। তবে এবার পেঁয়াজ আমদানি করতে হয়নি। 



এসডি/