কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪


কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের কচাকাটায় ৪৫ বোতল বিদেশি মদসহ মফিজুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 


পুলিশ জানায়, বুধবার (৫ জুন) ভোররাতে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম কেদার ইউনিয়নের তেলিপাড়া থেকে মাদক কারবারি মফিজুল ইসলামকে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করেন।


আরও পড়ুন: কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এমএল/