১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত -আয়ারল্যান্ড


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪


১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত -আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে ভারত ও আয়ারল্যান্ড। বুধবার (৫ জুন) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামছে এই দুই দল। সর্বশেষ ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছিলো তাদের। বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সাক্ষাৎকে জয় দিয়ে উদযাপন করতে চায় উভয় দলই।   


আরও পড়ুন: বিশ্বকাপে এসে কেন ‘নিদ্রাহীনতায়’ ভুগছেন কিউই ক্রিকেটাররা?


ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো ২০০৯ সালে। টি-টোয়েন্টি ফরম্যাটে সেটি ছিল দু’দলের প্রথম লড়াই। ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিল আইরিশরা। এরপর ছয়টি বিশ্বকাপ চলে গেলেও স্বল্প ফরম্যাটের মেগা ইভেন্টে দেখা হয়নি তাদের। অবশেষে বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বের ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামবে ভারত-আয়ারল্যান্ড।


২০০৯ সালের বিশ্বকাপের পর তিন দফায় আয়ারল্যান্ড সফরে ৬ টি-টোয়েন্টি খেলেছে ভারত। সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তাই আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে শতভাগ জয় আছে ভারতের।আয়ারল্যান্ডের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত রাখার মিশন তাদের।  


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কোন দল কত পাবে?


২০০৯ থেকে সবগুলো বিশ্বকাপে খেলেছে আয়ারল্যান্ড। এর মধ্যে ২০২২ সালে সর্বশেষ আসরেই সবচেয়ে বেশি ৩ ম্যাচ জিতেছিলো তারা। গ্রুপ পর্বে দুই ম্যাচ ও সুপার টুয়েলভে ১টি ম্যাচ জিতেছিলো আইরিশরা। এরমধ্যে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে এবং সুপার টুয়েলভে ইংল্যান্ডকে বৃষ্টি আইনে ৫ রানে হারায় তারা।


জেবি/আজুবা