চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪
‘সংবাদমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাশনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। প্রশিক্ষণ পর্বে রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিল অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ।
আরও পড়ুন: পাবনার ‘রাজা বাবুর’ দাম ১৫ লাখ টাকা
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এমএল/