লোকসভা নির্বাচন: সর্বকনিষ্ঠ সাংসদ হলেন যারা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪


লোকসভা নির্বাচন: সর্বকনিষ্ঠ সাংসদ হলেন যারা
ছবি: সংগৃহীত

ভারতের লোকসভার নির্বাচনে প্রার্থীতার জন্য ন্যূনতম বয়সসীমা ছিল ২৫ বছর। আর এই সুযোগেই এ প্রজন্মের চার কনিষ্ঠ রাজনীতিক বাজিমাত করেছেন। বিহার, রাজস্থান ও উত্তর প্রদেশ থেকে জয় পেয়েছেন তারা। জেনারেশন জেড’র এই চারজন হলেন প্রিয়া সরোজ, পুষ্পেন্দ্র সরোজ, সঞ্জনা জাতভ এবং সম্ভাবী চৌধুরী।


পুষ্পেন্দ্র সরোজ সমাজবাদী পার্টির সক্রিয় সদস্য। উত্তর প্রদেশের কৌশাম্বি লোকসভা আসন থেকে ভোটের মাঠে নেমেছিলেন তিনি। আর শুরুতেই করেছেন বাজিমাত। ওই আসনে বিজেপির সংসদ সদস্য বিনোদ কুমার শঙ্করকে ১ লাখ ৩ হাজার ৯৪৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।


আরও পড়ুন: জোট সঙ্গীদের সমর্থন পেলেন নরেন্দ্র মোদি


বিজেপির সংসদ সদস্য ভোলানাথকে পরাজিত করে সমাজবাদী পার্টির আরেক নতুন মুখ প্রিয়া সরোজ জিতেছেন। উত্তর প্রদেশের মছলিশহর আসন জিতে নেন তিনি। এ যুদ্ধে ৩৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধান হয়।


বিজেপির আরেক সদস্য রামস্বরূপ কোলিকে পরাজিত করে কংগ্রেসের সদস্য হন সঞ্জনা জাতভ। রাজস্থানের ভারতপুর আসন থেকে এবারের নির্বাচনে জয় পেয়েছেন তিনি। ৫১ হাজার ৯৮৩ ভোটের ব্যবধান গড়েছেন সঞ্জনা জাতভ।


আরও পড়ুন: সংসদ ভেঙে দিলেন ভারতের রাষ্ট্রপতি


সম্ভাবী চৌধুরী বিহারের লোক জনশক্তি পার্টির সদস্য। রাজ্যের সমস্তিপুর আসন থেকে কংগ্রেসের সানি হাজারিকে পরাজিত করেছেন তিনি। সানি হাজারি দলের (সংযুক্ত) মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে। তাদের কেন্দ্রে ভোটের ব্যবধান প্রায় লাখের ওপরে।


এমএল/