নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে এই বাড়িটি। ডুয়েটের সাবেক প্রফেসর মো. আব্দুল মান্নানের বাড়ি এটি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের গোলাগুলি
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা নজরদারির ফলে বাড়িটি বেশ কিছুদিন ধরে সন্দেহজনক মনে হয়। এরপর থেকে পুলিশ গোয়েন্দা নজরদারিতে রাখে। তবে বাড়ির ভেতর একটি ফিশারি পুকুর রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের জয়বাংলা ম্যারাথন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত
পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ জানান, তারা একটি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি পেয়েছে। কিন্তু ভেতরে বুলেট প্রুফ সরঞ্জাম থাকায় এখানে এন্টি টেররিজম ইউনিটকে খবর দেয়া হলে তাদের সংগে পুলিশও বাড়িটিতে প্রবেশ করে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত কোন কিছুরই ছবি প্রকাশ করেনি তারা। এদিকে, কিছুক্ষণ পূর্বে এন্টিটেররিজম ডি আই জি আসাদুল্লাহ চৌধুরী ভেতরে প্রবেশ করেন।
জেবি/এসবি