এবার কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এবার কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বাহিনীর গোলাবর্ষণে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন।

ওকসানা বাউলিনা নামের ওই সাংবাদিক কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে সংবাদমাধ্যম দ্য ইনসাইডারের জন্য কাজ করছিলেন।
দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের পডিলে হামলায় ক্ষয়ক্ষতির চিত্র ধারণের সময় বোমা হামলায় ওকসানা মারা যান। তিনি কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওকসানা এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন। কিন্তু গত বছর নাভালনির এই ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে রুশ কর্তৃপক্ষ। ফলে ওকসানার মতো অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় আরো একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর গত এক মাসে এ নিয়ে দেশটিতে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।

ওআ/