যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট আর নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট আর নেই

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট মারা গেছেন। স্থানীয় সময় বুধবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। খবর বিবিসি’র।

তিনি ১৯৯৭ থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত বিল ক্লিনটনের শাসনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

তিনি কসভোয় জাতিগত দমন অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ কারণে তাকে ‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন’ উপাধিতে ভূষিত করা হয়।
মেডেলিন অলব্রাইট ১৯৩৭ সালে তৎকালীন চেকস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কূটনীতিক। ১৯৩৯ সালে নাৎসিরা চেকস্লোভাকিয়া দখলের পর তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসনে যেতে বাধ্য হন। ১৯৫৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।

সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় হোয়াইট হাউজে কাজ শুরু করেন তিনি। পরে ভাইস প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

১৯৯৩ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্টে হওয়ার পর প্রথমে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা মেডেলিনকে। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন।
২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে মেডেলিনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম উপাধিতে ভূষিত করা হয়।

ওআ/