চিতা শিকার করে ভুরিভোজ, একজন গ্রেপ্তারসহ ১২ জনের আত্মসমর্পণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চিতা শিকার করে ভুরিভোজ, একজন গ্রেপ্তারসহ ১২ জনের আত্মসমর্পণ

চিতাবাঘ শিকার করে ভুরিভোজ ঘটনায় গ্রেফতার ১ জন। আত্মসমর্পণ করল ১২ জন। গত ১১ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফাঁসি দেওয়ার ফৌজিজোতে চিতাবাঘের চামড়া ও নখ সহ ৩ যুবককে গ্রেফতার করে বনদপ্তর। এরপরই চিতাবাঘ শিকার করে মাংস খাওয়ার ঘটনা প্রকাশ‍্যে আসে।

ঘটনার তদন্তে নেমে বুধবার সকালে ফাঁসিদেওয়া রাইলাইন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১ জনকে গ্রেফতার করল ঘোষপুকুর বন দপ্তর। ধৃতব‍্যক্তির নাম সন্তোষ খালকো ( ৩৫) একজন গ্রেফতার হওয়ার খবর ফাঁসি দেওয়ার কমলা চা বাগান এলাকায় পৌঁছাতেই এলাকার মোট ১২জন আত্মসমর্পণ করল ঘোষপুকুর বন বিভাগে। 

এ ব‍্যাপারে ঘোষপুকুর বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া সাংবাদিকদের জানান, ‘আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় মোট ৪ জন গ্রেফতার হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করায় তদন্তের কাজ সুগম হবে বলে জানান তিনি।’

এসএ/