জাতীয় পর্যায়ে পুলিশ আর্চারি ক্লাবের ৪ স্বর্ণ পদকসহ ৮ পদক জয়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪
তীর ১৫ তম ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব চারটি স্বর্ণ ও চারটি সিলভারসহ সর্বমোট আটটি পদক অর্জন করেছে।
বিভিন্ন বাহিনীর ৩০ টিরও বেশি ক্লাবকে পিছনে ফেলে এ জয় অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।
রিকার্ভ ইভেন্টে মো. হাকিম আহমেদ রুবেল, আনসার বাহিনীর সাকিবকে হারিয়ে স্বর্ণপদক, রিকার্ভ ইভেন্টে দলগতভাবে মো. হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম তামিম এবং জান্নাতুল ইসলাম খান রৌপ্য পদক, রিকার্ভ ইভেন্ট মহিলা এককে জ্যোতি মনি চাকমা রৌপ্যপদক, রিকার্ভ ইভেন্ট মহিলা তে দলগতভাবে বিকেএসপিকে পরাজিত করে স্বর্ণপদক, কম্পাউন্ড ইভেন্টে আসিকুজ্জামান অনয় একক স্বর্ণপদক, কম্পাউন্ড ইভেন্টে দলগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে স্বর্ণপদকসহ মোট আটটি পদক অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব ।
আরও পড়ুন: গাজীপুরে ওষুধের দোকানের ভেতর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সভাপতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের দূরদর্শী নেতৃত্বে এই ক্লাবের সুনাম ও সম্মান অক্ষুন্ন রয়েছে।
আরও পড়ুন: প্রচন্ড গরমে কালীগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা
উক্ত ক্লাবের সহ-সভাপতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম এর দিকনির্দেশনা এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ সাফল্য পুরো পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করেছে এবং পূর্ববর্তী ঐতিহ্য ধরে রাখতে ভূমিকা
জেবি/এসবি