Logo

এইডস আক্রান্ত নিয়ে মুখ খুললেন মমতাজ

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৪, ২৩:৩১
61Shares
এইডস আক্রান্ত নিয়ে  মুখ খুললেন মমতাজ
ছবি: সংগৃহীত

শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। নামে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, এইডসে আক্রান্ত হয়েছেন এই কণ্ঠশিল্পী। বিষয়টি শিল্পীর কানেও গেছে। বিষয়টি নিয়ে খুবই বিব্রত তিনি। 

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শো করে দেশে ফিরেছেন মমতাজ। আসছে কোরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত-শ্রোতাদের সামনে। মমতাজ জানালেন, “এত সব কাজের ভিড়ে তাকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার ভাষ্য, “শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি।”

মমতাজ বললেন, “ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি। গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেব। সব শেষ করে চলতি মাসের ২৩-২৪ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD