Logo

বাকেরগঞ্জ কোরবানির হাটে রাজত্ব করবে ‘লাল চান’

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০২:২৩
39Shares
বাকেরগঞ্জ কোরবানির হাটে রাজত্ব করবে ‘লাল চান’
ছবি: সংগৃহীত

এদিকে, ‘লাল চান’ কে দেখতে নুর আলম মাঝির বাড়িতে আসছেন অনেকেই।

বিজ্ঞাপন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর আলম মাঝি কৃষি কাজের পাশাপাশি শখের বসে প্রথমে একটি গরু পালেন।

তিন বছর ধরে তার পোষা ষাঁড়টির ওজন প্রায় ২০ মণ। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। তিনি ষাঁড়টির নাম দিয়েছেন ‘লাল চান’। এবারের কোরবানিতে ‘লাল চান’ কে বিক্রি করতে চান তিনি। সবসময় সন্তানের মতো ষাঁড়টিকে আগলে রেখেছেন নুর আলম মাঝির স্ত্রী হেপি বেগম।

বিজ্ঞাপন

এদিকে, ‘লাল চান’ কে দেখতে নুর আলম মাঝির বাড়িতে আসছেন অনেকেই। অনেকে মোবাইলে ধারণ করছেন ষাঁড়টির ছবি ও ভিডিও। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাল চান’ এর ছবি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন বাকেরগঞ্জে কোরবানির হাটে রাজত্ব করবে লাল চান। 

বিজ্ঞাপন

নুর আলম মাঝি জানান, প্রথমে সখের বশে একটি গরু পালেন তিনি। এখন তার গোয়াল ঘরে চারটি গরু রয়েছে। গরুর প্রথম বাচ্চাটি হয় তিন বছর আগে এখন তার নাম লাল চান। এখন পর্যন্ত গরুর হাটে লাল চানকে নেওয়া হয়নি। বিভিন্ন জন দেখতে এসে বিভিন্ন রকমের দাম বলছে। তবে হাটে নেওয়া খুব কষ্টসাধ্য ‘লাল চান’ বদমেজাজ স্বভাবের। ন্যায্য দাম পেলে বাড়িতে বসেই বিক্রয় করব। 

বিজ্ঞাপন

নুর আলম মাঝির স্ত্রী হেপি বেগম বলেন, ‘রোজার ঈদের পর থেকে ষাঁড় দেখতে বাড়িতে লোকজন আসা শুরু করেছে। গত দশ দিন ধরে মানুষের ভিড় বেড়েছে।

লাল চানকে আমরা কোন ফিট খাবার খাওয়াই না। ফসলের মাঠের ঘাস ও খরকুটা খাওয়াইয়া ওকে এত বড় করেছি।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD