Logo

রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৩:৩৭
28Shares
রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্য এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) দুপুর আড়াই টায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত যুবক সৈয়দ আমিন (৩৫), ওই ক্যাম্পের এ/৪ বক্লের আহমেদের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানিয়েছেন, দুপুরে হঠাৎ করে কিছু লোক সৈয়দ আমিনকে পিটিয়ে আহত করে। আহত যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও বিরোধের জের ধরে এ ঘটনা। নিহত যুবক আরএসও সদস্য এবং হামলাকারিরা আরসা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে সোমবারও একই ক্যাম্পে ৩ জনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত রয়েছে ৭ রোহিঙ্গা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD