স্টেডিয়ামে বসে দেখেছেন পাক-ভারত ম্যাচ, হঠাৎ মৃত্যু বোর্ড কর্মকর্তার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪


স্টেডিয়ামে বসে দেখেছেন পাক-ভারত ম্যাচ, হঠাৎ মৃত্যু বোর্ড কর্মকর্তার
ছবি: সংগৃহীত

ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বসে দেখেছিলেন। ম্যাচ শেষ হওয়ার একদিন যেতে না যেতেই কাটতে না ফেরার দেশে পাড়ি জমালেন অমল কালে। তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি ছিলেন। অমলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বাই তথা ভারতের ক্রিকেটাঙ্গনে। 


আরও পড়ুন: লজ্জা থাকলে সাকিবের অবসর নেওয়া উচিত: শেবাগ


জানা যায়, অমল খেলা দেখতে গিয়েছিলেন এমসিএ সচিব অজিঙ্কা নায়ক এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সূরজ সামাতের সাথে। বিসিসিআই সচিব জয় শাহ, সভাপতি রজার বিন্নীসহ ভারতীয় বোর্ডের অনেক কর্মকর্তাই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন। তাদের সঙ্গেই ছিলেন অমল কালে।


সোমবার (১০ জুন) দুপুরে, অর্থাৎ নিউইয়র্কের স্থানীয় সময় সকালে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে কীভাবে অসুস্থ হলেন, কোথায় তার চিকিৎসা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য বিস্তারিত জানা যায়নি। 


আরও পড়ুন: ক্রিকেটারদের বড় ধরনের ‘অস্ত্রোপচার’ করাবে পাকিস্তান বোর্ড


অমল ২০২২ সালের অক্টোবরে সাবেক ক্রিকেটার তথা বিশ্বকাপজয়ী সন্দীপ পাতিলকে হারিয়ে এমসিএর সভাপতি পদে নির্বাচিত হন। পরবর্তী মৌসুম থেকেই দ্বিগুণ করে দেন মুম্বাইয়ের ক্রিকেটারদের ম্যাচ ফি। এ ছাড়া তার অধীনে এমসিএ-র অনেক উন্নয়নমূলক কাজও হয়েছে ।


গত বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সফলভাবে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করার নেপথ্যে ছিলেন অমল। এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত তিনি। 


জেবি/আজুবা