পাকিস্তানে গাধার সংখ্যা বেড়েছে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪


পাকিস্তানে গাধার সংখ্যা বেড়েছে
ছবি: সংগৃহীত

পাকিস্তানে গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বেড়ে চলেছে গাধার সংখ্যা। নতুন জরিপে জানা গেল দেশটিতে ২০২৩-২০২৪ অর্থবছরে গাধার সংখ্যা ৫৯ লাখে পৌঁছেছে। 


পাকিস্তান অর্থনৈতিক জরিপ (পিইএস) ২০২৩-২৪ অনুযায়ী দেশটিতে ঘোড়া, খচ্চর ও উটের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। 


দেশটির সংবাদমাধ্যম জানায়, দেশটিতে মালামাল পরিবহনের কাজে গাধা ব্যবহার করা হয়।ফলে এই প্রাণীটির সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটিতে ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ গাধা ছিলে। পরের অর্থ বছরের (২০২০-২১) সেই সংখ্যা পৌঁছায় ৫৬ লাখে। ২০২১-২২ অর্থবছরে দেশটিতে গাধা ছিল ৫৭ লাখ। ২০২২-২৩ অর্থবছরে গাধা ছিল ৫৮ লাখ। এবার সেই সংখ্যা ৫৯ লাখে পৌঁছেছে। অর্থাৎ গত এক বছরে দেশটিতে গাধা বেড়েছে এক লাখ। 


আরও পড়ুন: কুয়েতে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪


এছাড়াও বর্তমানে পাকিস্তানে গরুর সংখ্যা ৫ কোটি ৭৫ লাখ। মহিষ আছে ৪ কোটি ৬৩ লাখ। ভেড়ার সংখ্যা ৩ কোটি ২৭ লাখ এবং ছাগলের সংখ্যা ৮ কোটি ৭০ লাখ। 


আরও পড়ুন: হজযাত্রীদের জন্য হিট অ্যালার্ট জারি সৌদির


গৃহপালিত চতুষ্পদী এমনসব পশু ওপর অনেকটাই নির্ভরশীল পাকিস্তানের অর্থনীতি। এই গৃহপালিত পশু পালনের সাথে ৮০ লাখ প্রান্তিক পরিবার জড়িত রয়েছে। আর তাই বর্তমান সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের জন্য এই খাতের উন্নয়নে মনোযোগ দিয়েছে।


জেবি/এসবি