Logo

সখিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৪, ২৩:২০
37Shares
সখিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
ছবি: সংগৃহীত

উপজেলার প্রতিমা বংকী ফাযিল মাদ্রাসা মাঠে স্থানীয় পাবলিক লাইব্রেরি এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের সখিপুরে দেশি প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলার প্রতিমা বংকী ফাযিল মাদ্রাসা মাঠে স্থানীয় পাবলিক লাইব্রেরি এ কর্মসূচি উদ্বোধন করা হয়। 

বিজ্ঞাপন

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। 

বিজ্ঞাপন

এ সময় উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক, অধ্যাপক এম এ গফুর, অধ্যক্ষ আবুল খায়ের গুলজারি, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, প্রতিমা বংকী পাবলিক লাইব্রেরির সভাপতি সাকিব আল হাসানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও লাইব্রেরির সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি প্রজাতির গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফুল-ফল দিয়ে নানাভাবে আমাদের উপকারও করে। তাই বিদেশি গাছ বর্জন করে আমরা দেশি প্রজাতির বৃক্ষরোপণে উৎসাহিত করছি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD