এমপি আনার হত্যায় আ.লীগ নেতা বাবুর দায় স্বীকার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪


এমপি আনার হত্যায় আ.লীগ নেতা বাবুর দায় স্বীকার
ছবি: সংগৃহীত

এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আ. লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু। এ মামলায় গ্রেফতার ৫ জনের মধ্যে চারজনই দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার অপর আসামি মিন্টু আট দিনের রিমান্ডে রয়েছেন। 


শুক্রবার (১৪ জুন) আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তাগোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। 


আরও পড়ুন: আনার হত্যায় শাহীনের পক্ষে শিমুল, মিন্টুর পক্ষে গ্যাস বাবু: ডিবিপ্রধান


আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন।



আরও পড়ুন: আনার হত্যায় আর্থিক সংশ্লিষ্টতা ছিল মিন্টুর


এর আগে  গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ওই মামলা দায়ের করেন।


জেবি/এসবি