ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে: পোপ ফ্রান্সিস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪


ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে: পোপ ফ্রান্সিস
ফাইল ছবি

যতক্ষণ পর্যন্ত আপত্তিকর না হয় ততক্ষণ পর্যন্ত ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে বলে জানিয়েছেনপোপ ফ্রান্সিস।


শুক্রবার (১৪ জুন) বিশ্বের প্রায় ১০০ কৌতুক অভিনেতা ও লেখকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেছেন।


ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের শোবিজ সেলিব্রিটি হুপি গোল্ডবার্গ, জিমি ফ্যালন, কোনান ও'ব্রায়েন, ক্রিস রক এবং স্টিফেন কলবার্ট। অতিথিদের প্রায় দুই-তৃতীয়াংশ ছিল ইতালীয়।


পোপ, “আমরা কি ঈশ্বরকে নিয়েও রসিকতা করতে পারি? অবশ্যই, এটা ধর্মদ্রোহ নয়, আমরা পারি, যেভাবে আমরা আমাদের পছন্দের লোকদের সঙ্গে তামাশা করি, সেভাবেই পারি।”


আরও পড়ুন: যৌন হয়রানির শিকার হচ্ছেন অনেক নারী পর্বতারোহী


পোপ ফ্রান্সিস বলেন, “হাস্যরস মানুষকে অপমান করে না, অপদস্থ করে না বা তাদের ত্রুটি অনুসারে অবনমন করে না। ইহুদি জ্ঞান ও সাহিত্যিক ঐতিহ্য ভাল কমেডিকে উদাহরণ হিসাবে ধরে রেখেছে।”


আরও পড়ুন: সৌদিতে অ্যাম্বুলেন্সে হজ করবেন তারা


তিনি আরও বলেন, “আমি এখন যা বলছি তা ধর্মদ্রোহিতা নয়; আপনি যখনএকজন দর্শকের ঠোঁট থেকে পরিচিত হাসিটি বের করে আনেন, তখন আপনি ঈশ্বরকেও হাসতে দেন।”


জেবি/এসবি