Logo

কোপা আমেরিকার আগে যে বিশেষ বার্তা মেসির

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৪, ০৪:৫৫
38Shares
কোপা আমেরিকার আগে যে বিশেষ বার্তা মেসির
ছবি: সংগৃহীত

দিন দিন কাজটা কঠিন হবে, ম‍্যাচ কঠিনতর হবে। (কোপা আমেরিকা) আবার জেতা কঠিন হবে। তবে আবারও আমরা চেষ্টা করব।

বিজ্ঞাপন

কোপা আমেরিকা শুরুর আগে সবশেষ নিজেদের প্রীতি ম‍্যাচে গুয়েতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শনিবার (১৫ জুন) ভোরে শুরু হওয়া লড়াইয়ে জোড়া গোল করেছেন লিওলেন মেসি ও লাউতারো মার্টিনেজ।

চলতি মাসের ২১ তারিখ কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আর্জেন্টিনার কোপা আমেরিকা। ২০২১ সালের শিরোপা জয়ের পর এবছরও শিরোপা ধরে রাখা আলবিলেস্তেদের লক্ষ্য। তবে এটি যে সহজ হবে না, তা জানেন আর্জেন্টাইন এই । তাই সাফল‍্যের জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন এই কিংবদন্তি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুয়েতেমালার সঙ্গে ম‍্যাচ শেষে আর্জেন্টিনার গণমাধ‍্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি জানান, নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যাব আমরা। আমরা এখনও শিরোপা জিততে চাই। দিন দিন কাজটা কঠিন হবে, ম‍্যাচ কঠিনতর হবে। (কোপা আমেরিকা) আবার জেতা কঠিন হবে। তবে আবারও আমরা চেষ্টা করব।

এদিকে গুয়াতেমালার বিপক্ষে জয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD