ধামরাইয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪
ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে কহিনুর বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। উপজেলার আমতা ইউনিয়নের কাচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ জুন) আমতা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। পরিবারের ধারণা, দাঁড়াস সাপ তাকে কামড় দিয়ে থাকতে পারে।
আরও পড়ুন: রাসেল ভাইপার সাপ চিনবেন কিভাবে, কামড়ালে কী করবেন?
উপজেলার কাঁচা রাজাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী কোহিনুর বেগম, তার বাড়িও একই এলাকায়।
নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার কহিনুর বেগম তার নাতনির বিয়ে উপলক্ষে বুধবার (১৯ জুন) রাত ৯টার দিকে কোহিনুর বেগম তার নিজ বাড়ি থেকে আদা রসুন ব্লেন্ডার করার জন্য পাশের বাড়িতে যান। ব্লেন্ডারের কাজ শেষ বাড়ি ফেরার সময় পাশের ঝোপ থেকে এসে একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শ্রীনগরে দেখা মিলেছে বিষধর রাসেল ভাইপার
ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু সাপটি কি সাপ তা নিশ্চিত হওয়া যায়নি।
জেবি/এজে