ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা হলো না মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৪


ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা হলো না মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির
ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। পালিয়েও শেষ রক্ষা হয়নি তাদের।


মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে পালানোর কয়েক ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


আরও পড়ুন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বিকল, স্বাস্থ্যসেবা ব্যাহত


বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। ৪ আসামি হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু (৬০), নরসিংদির মো. আমির হামজা (৩৮), বগুড়ার ফরিদ শেখ (২৮) ও মো. জাকারিয়া (৩১)।


জানা যায়, বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মধ্যে চার ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুন: ৩ দিন পর এক শিশুর মর‌দেহ উদ্ধার, নিখোঁজ আরও ৫


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’


জেবি/এজে