ময়মনসিংহে সাধারণ মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দুই ভাইস চেয়ারম্যান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪


ময়মনসিংহে সাধারণ মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দুই ভাইস চেয়ারম্যান
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ।


বুধবার (২৬ জুন) ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রথম নারী মহাপরিচালক ড. মোহসেনা বেগম তনু


ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শপথ শেষে নতুন জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব ও সংগীতা রানী সাহা ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।


শপথ শেষে ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে নেমে সর্বসাধারণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। রিক্সাওয়ালা, চা বিক্রেতা, পথচারী, দোকানদার, রস বিক্রেতা, বই বিক্রেতা সহ নানা শ্রেণির মানুষ নব নির্বাচিত জনপ্রতিনিধির হাত থেকে ফুল পেয়ে দারুন খুশি। এ সময় স্ব স্ব প্রার্থীর কর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানের শেষে উপজেলা সদরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 


এমএল/