Logo

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০৬:২৮
39Shares
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

এর মাথা বিচ্ছিন্ন, দুরে চুল পড়ে কঙ্কাল বেরিয়ে গেছে

বিজ্ঞাপন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফুকুরহাটি গ্রামের চতল বিলের মধ্যে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে এ মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের বেশীরভাগ মাংস পচে-গলে হাড়ঁ বেরিয়ে গেছে। ধারনা করা হচ্ছে কোন দূস্কৃতিকারী ১৫/২০ দিন পূর্বে ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় গ্রামবাসীরা জানান, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ্য চতল বিলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ কম।বিলের মধ্যখানে ১২ মাস কাল নিচু জমিতে পানি থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে। সকালে গ্রামবাসীদের একজন বিলের মধ্যে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো বিলটি পাট ক্ষেতে পরিপূর্ণ। সালোয়ার পরিহিত ও গলিত লাশটি পাট ক্ষেতের পাশে কাশবনে পড়ে রয়েছে। এর মাথা বিচ্ছিন্ন, দুরে চুল পড়ে কঙ্কাল বেরিয়ে গেছে। পায়ের দিকের মাংস নেই। ধারনা করা হচ্ছে, বেশ কয়েকদিন পূর্বে কোন দুষ্কৃতকারী ওই নারীকে হত্যা করে ফেলে চলে গেছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই অমীয়বানী জানান, আমি থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে স্থানীয় গ্রামবাসী, সাংবাদিকগন এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে আসেন। চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ জানান, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোন মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোন জিডি বা অভিযোগ পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে কোন অপরাধী দুর থেকে মহিলাকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয় এএসপি ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহান শাহ জানান, চতল বিলের মধ্যে থেকে এক মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সংবাদ পেয়ে আমি ও ভাঙ্গা থানার ওসি, সিআইডি এবং পিবিআই সবাই ঘটনা স্থলে উপস্থিত হই। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD