ক্রিকেটটা ভারত চালায়, কে তাদের বিরুদ্ধে কথা বলবে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি বছর মোট আয়ের প্রায় অর্ধেকেরও বেশি পরিমাণ অর্থ পেয়ে থাকে ভারতের কাছ থেকে। যার ফলে অন্য দলগুলোর তুলনায় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এতে বলা যায় ক্রিকেটে ভারতীয়দেরই একক আধিপত্য।
এবার এই ক্রিকেট পরাশক্তি ভারতকে নিয়ে ‘ডাফানিউজ স্প্রিরিট অব ক্রিকেট পডকাস্টে’ বিস্ফোরক মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল।
আরও পড়ুন: দলের ব্যর্থতা ব্যাখায় আমার ৩০ মিনিট লাগবে: পাপন
জেমি আল্টারের সঙ্গে আলাপচারিতায় গেইল বলেন, ‘কেউ ভারতকে নিয়ে কথা বলতে পারবে না। কারণ ক্রিকেটটা ভারতই চালায়। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে, এটা সত্য। কে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে? ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ আছে? কেউ না।’
বিশ্ব ক্রিকেটে আইপিএলের প্রভাব এবং সেটার কারণে কীভাবে শুধু ভারতই লাভবান হচ্ছে, তা নিয়েও মুখ খুলেছেন গেইল। তিনি বলেন, ‘ভারতের কোনো খেলোয়াড় সিপিএল বা বিপিএলের মতো অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে না। অবসরের আগে ভারতের খেলোয়াড়রা সেটা করতে পারবে না। কিন্তু বিশ্বের বড় বড় তারকারা ঠিকই আইপিএলে খেলে। এই দুটোকে এক করুন, উত্তর পেয়ে যাবেন।’
আরও পড়ুন: একযুগের ক্যারিয়ারে সবচেয়ে বড় ধস সাকিবের
আইপিএলের যখন এতই দাপট, তাই এই টুর্নামেন্ট চলার সময় আন্তর্জাতিক ক্রিকেট রাখার কোনো অর্থ দেখেন না গেইল। ক্যারিবীয় এই তারকা বলেন, ‘দেখুন, অনেক খেলোয়াড় এখন অবসর নিয়ে আইপিএলে খেলতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট শেষ হয়ে যাবে, যদি সত্যকে সত্য বলতে না পারেন। বিষয়গুলো সমন্বয় করা উচিত, যাতে সবাই খুশি থাকে। এখন তো এটা একতরফা। এখানে কোনো ন্যায় নেই।
‘আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হলে ওই সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখতে হবে। তা না হলে এতে একটি দলই লাভবান হচ্ছে, সেটি হলো ভারত। এটি অনুচিত। এটা কোনো সিস্টেম হতে পারে না’-ক্ষোভ উগড়ে দিলেন গেইল।
জেবি/আজুবা