ভারী বর্ষনে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরে ছাদ, নিহত ১
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪
ভারী বর্ষনে ভেঙে পড়ল ভারতের দিল্লি বিমানবন্দরের ছাদ। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আপাতত দিল্লি বিমানবন্দরের ১নং টার্মিনালটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী।
জানা যায়, শুক্রবার (২৮ জুন) ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। সকাল ৫টা ৩০মিনিটে বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে ১নং টার্মিনালের ছাদের বড় একটি অংশ। ছাদের পাশাপাশি সেখানকার একটি থাম ও ভেঙে পড়ে। বিমানবন্দরের ওই অংশ মূলত গাড়ি পাকিং করা হয়। ছাদ ভেঙে পড়ার সময়ে সেখানে বহু গাড়ি এবং ক্যাব ছিল। সেই গাড়িগুলোও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী।
আরও পড়ুন: তীব্র গরমে হাঁসফাঁস, পাকিস্তানে ছয়দিনে প্রাণ গেল ৫ শতাধিক মানুষের
উদ্ধার কাজ করার সময় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি থেকে মৃত অবস্থায় বের করা হয় এক ব্যক্তির মরদেহ। দিল্লি বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ১নং টার্মিনাল থেকে সমস্ত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
এমএল/